সাংবাদিক পরিচয়ে মামলা করতে গিয়ে তিন ঘণ্টা হাজতবাস

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলা করতে গিয়ে তিন ঘন্টা হাজতবাসের পর মুচলেকায় ছাড়া পেয়েছেন মোহাম্মদ আইয়ুব (৪০) নামে এক মুদি দোকানি।
গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, মোহাম্মদ আইয়ুব একজন মুদি দোকানদার। তিনি ‘ দৈনিক বর্তমান কথা’ পত্রিকার চান্দগাঁও প্রতিনিধি ও ‘তিতাস টিভি’র বিশেষ প্রতিনিধি পরিচয় দিয়ে একব্যক্তির বিরুদ্ধে লাখ টাকার চাঁদাবাজির মামলা করতে যান। গত ২৮ নভেম্বর বহদ্দারহাট এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানকালে আসামিদের হামলার শিকার হন বলে মামলার আরজিতে বলা হয়। তার সাথে থাকা টাকাও ছিনিয়ে নেয়ার অভিযোগও আনেন আইয়ুব। এসময় বিচারক তার কথা সন্দেহজনক মনে হলে আইয়ুবকে বলেন, ‘আপনি তো সাংবাদিক। আমার পরিবারের জন্য করোনার প্রতিষেধক দরকার-এ লাইনটি খাতায় লিখে দিন।’ এসময় সাংবাদিক পরিচয় দেয়া আইয়ুব তা লিখতে না পারায় জেরার মুখে এক পর্যায়ে স্বীকার করেন তিনি একজন মুদি দোকানদার। এ সময় বিচারক তাঁকে তিন ঘন্টা হাজতবাসের নির্দেশনা দিয়ে বেলা দুইটায় মুচলেকায় ছেড়ে দেন।

পূর্ববর্তী নিবন্ধটিকার অগ্রাধিকার তালিকা নিয়ে অস্পষ্টতা দূর
পরবর্তী নিবন্ধডিসি রোডে রেজাউল করিমের প্রচারণায় বাধা, মাইক ভাঙচুর