ডিসি পার্ক পরিদর্শনে প্রধান বিচারপতি

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্ক পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল রোববার বিকালে তিনি ১৩৬ প্রজাতির ফুলের বাগান দেখে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের এই উদ্যোগ সকল জেলায় অনুসরণ করতে বলেন তিনি। পরিদর্শন শেষে পার্কে ছাতিম বৃক্ষ রোপণ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ পরিদর্শনকালে বলেন, চট্টগ্রাম ডিসির অনুরোধে আকস্মিক প্রোগ্রামে ফুল উৎসব দেখতে এলাম ডিসি পার্কে। এ ধরনের অনুষ্ঠান তৃতীয়বার চট্টগ্রামে হচ্ছে। ডিসি ফরিদা খানমের এ উদ্যোগ অনবদ্য। প্রত্যেক জেলা প্রশাসক যদি ডিসি ফরিদা খানমকে অনুসরণ করে তাহলে এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠবে বাংলাদেশ। তিনি আরও বলেন, এখানে এসে জেনেছি পূর্বে অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আস্তানা ছিল এ জায়গা। এটি উদ্ধার করেছেন জেলা প্রশাসক। তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। সরকার পর্যটনকে একটি আন্তর্জাতিক মানে উন্নীত করতে এগিয়ে আসবে বলে আশা করি। এ উদ্যোগ নেওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসকের পূর্ণাঙ্গ সফলতা কামনা করি। গতকাল সকালে পার্কে প্রধান বিচারপতিকে স্বাগত জানান জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভুঁইয়া, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, পার্কটির প্রকল্প ব্যবস্থাপক ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদারিদ্র্য বিমোচনে শাহ এমদাদীয়ার উদ্যোগ ‘কর্জে হাসানা’
পরবর্তী নিবন্ধড. মাহবুবুল হক স্মরণসভা