পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি বানীপুর শাহ্ রশিদিয়া হেফজখানা ও এতিমখানায় ডিপ টিউবওয়েল অযুখানা ও ওয়াশ ব্লক স্থাপনের উদ্যোগ নিয়েছে পটিয়া কেয়ার ফাউন্ডেশন। এছাড়াও ডিপ টিউবওয়েলের মাধ্যমে এলাকার মানুষের ঘরে ঘরে বিশুদ্ধ খাবার পানি পৌছে দিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়। গতকাল শুক্রবার সকালে কেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এমদাদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, সাংবাদিক শফিউল আজম, ফাউন্ডেশনের এডমিন রিদুয়ান সিদ্দিকী ও সদস্য মুহাম্মদ তারেক হোসাইন, বদরুল আলম, শামসুল আলম, আব্দুস সালাম মেম্বার, মো: ঈসমাইল, ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা রফিক আহম্মদ।
এসময় ডা: এমদাদুল হাসান বলেন, মানুষের সেবা করতে প্রচারের দরকার হয় না। যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসছে সমাজ ও দেশে মানুষের দু:খ কষ্ট বলে কিছু থাকবে না। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি এ ধরণের মানবিক কাজগুলো করা হচ্ছে। সবার সহযোগীতায় এ মানবিক সেবা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।












