ডিআইআরআই কনফারেন্স আয়োজনের লক্ষ্যে সভা

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে প্রথম যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বধর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় অংশগ্রহণ করেন ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, অধ্যাপিকা ড. ফারজিন হুদা, অধ্যাপক ড. মো. আবু সায়েম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপিকা রহিমা আকতার, ডিআইআরআই’র সদস্য মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে ‘সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণমানবতা এবং সামাজিক সমপ্রীতির ঐশ্বরিক অন্বেষণ (আইসিএসএসপিএইচডিওএসএইচ ২০২৩)’’ শিরোনামে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। ডিআইআরআই’র উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত আন্তর্জাতিক এই কনফারেন্সে অংশগ্রহণ করতে লেখক ও গবেষকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। এবস্ট্রাক্ট জমা দেওয়ার সময় ১৫ জুন, এবস্ট্রাক্ট গ্রহণ করার সময় ১৫ জুলাই এবং ফাইনাল পেপার জমা দেওয়ার সময় ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউপলব্ধির শিশুদের জন্য রেড ক্রিসেন্টের উপহার প্রদান
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে