ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা সেন্ট্রাল হাসপাতালের

| শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সংযুক্তা সাহার বিরুদ্ধে মানিস্যুট মামলা করেছে ঢাকার সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকার ধানমণ্ডির নামি এ হাসপাতালের কোম্পানি সেক্রেটারি দিদারুল ইসলাম পারভেজ গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী সর্বোচ্চ কোর্ট ফি আমরা আদালতে জমা দিয়েছি। আদালত মামলা নিয়ে বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন। ওই সমন সংযুক্তা সাহার ঠিকানায় পৌঁছানো গেল কি না, সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৫ জুলাই তারিখ রেখেছে আদালত। এ ধরনের মামলায় কোর্ট ফি নির্ধারণ করা হয় দাবি করা ক্ষতিপূরণের অংকের ওপর। তবে সেই ফি হতে পারে সর্বোচ্চ ৫৭ হাজার ৫০০ টাকা। সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষকে সেই টাকাই দিতে হয়েছে। খবর বিডিনিউজের।

কুমিল্লার গৃহবধূ মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় ঢাকার সেন্ট্রাল হাসপাতাল এবং ডা. সংযুক্তা সাহা। ইতোমধ্যে সংযুক্তা সাহাসহ কয়েকজন চিকিৎসক এবং সেন্ট্রাল হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগে ফৌজদারি মামলা করেছেন আঁখির স্বামী মুহাম্মদ ইয়াকুব আলী। সেন্ট্রাল হাসপাতাল শুরু থেকেই গাফিলতির জন্য ডা. সংযুক্তা সাহাকে দায়ী করে আসছিল। অন্যদিকে ডা. সংযুক্তা সংবাদ সম্মেলন ডেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্য প্রত্যাহার চেয়ে গত ২২ জুন সংযুক্ত সাহাকে উকিল নোটিস পাঠিয়েছিলেন সেন্ট্রাল হাসপাতালের আইনজীবী। সংযুক্ত সাহা তা না করায় এবার মামলা করা হল।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা
পরবর্তী নিবন্ধপদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া সংলাপ নয়: ফখরুল