ডা. শাহাদাত-আসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দের মুক্তির দাবি

নারী ও শিশু অধিকার ফোরামের বিবৃতি

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ডা. শাহাদাত হোসেন, অধ্যাপক আসলাম চৌধুরী ও এডভোকেট নিপুন রায় চৌধুরীসহ কারান্তরীণ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছেন মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন সংগঠনের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, ফোরামের কেন্দ্রীয় নেত্রী বেগম জেলী চৌধুরী, ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, লায়ন ওহিদুল ইসলাম শিকদার, সাইফুল ইসলাম শিল্পী, সাজ্জাদ হোসেন খান, এড. আয়েশা আকতার সানজি, নাসিমা আলম, তাসলিমা আহমেদ লিমা, এড. আসমা খানম, মহিউদ্দীন খান রাজিব, নাসরিন বাপ্পি, জোহরা বেগম, পারভিন চৌধুরী, ডা. মেহেদী হাসান, শরমিন নিপু, ডা. মিনহাজ উল আলম, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মোহাম্মদ মঈন উদ্দিন, আরশে আজিম আরিফ, মাহবুব খালেদ, কামরুন্নাহার লিজা, শহিদুল আলম রনি, সাংবাদিক এ এফ রুমী, আহমেদুল ইসলাম সাদ, মনির হোসেন আবির প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় নেতাকর্মীদের জোরপূর্বক আটকে রেখে বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বাড়ছেকরোনা সংক্রমণ
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়ায় ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক করার আহ্বান