ডাহুক এখনো ডাকে

হোসাইন কবির | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪৪ পূর্বাহ্ণ

কোথায় কোন চরাচরে
দূর-অরণ্যপথে
ডাহুক এখনো ডাকে
একাকী- বেদনায় নীল

বায়োনিক পাখপাখালির ডানায়
রোবটিক্স আবর্জনায়
ভরেছে আমাদের
পথ-ঘাট প্রাচীন উঠুন
তবু দূরে – কোথাও
ডাহুক ডাকে
শিশুদের খেলাঘরে
যান্ত্রিক কোলাহলে
বেহাগ রাগে ধলপহরে
আহত শিশির কণায়
বাজে কণ্ঠস্বর আজও তার
বলে
‘আমায় বোলো না ভুলিতে’

ডাহুক এখনো ডাকে
দূরে
অদৃশ্যে
অরণ্যপথে
বিপন্নতায়-একাকী

পূর্ববর্তী নিবন্ধসহজপাঠ
পরবর্তী নিবন্ধগোর ডাকে