ডারবান টেস্টের প্রথম দিনটা ভালই কেটেছে বাংলাদেশের। স্বাগতিকদের খুব বেশি এগুতে দেয়নি বাংলাদেশের বোলাররা। যদিও প্রথম দিনে স্বাগতিক দুই ব্যাটার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে।
দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। টসে হেরে ব্যাট করতে নামা স্বাগতিক দুই ওপেনার দিনের প্রথম সেশনটা পার করে দেয় অনায়াসে। ৬৭ রান করা এলগারকে ফিরিয়ে এজুটি ভাঙেন খালেদ।
বেশিদূর এগুতে পারেনি আরেক ওপেনার। মেহেদী মিরাজের বলে ফিরেন ৪১ রান করা ইরুয়ি। এরপর পিটারসেনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অধিনায়ক বাভুমা।
১৯ রান করা পিটারসেন মিরাজের থ্রোতে রান আউট হয়ে ফিরলে ভাঙে এজুটি। এরপর রিকেলটনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বাভুমা। এবাদতের বলে রিকেলটন ফিরলে বড় জুটি গড়া হয়নি। ২১ রান করে ফিরেন রিকেলটন। ১৮০ রানে চতুর্থ উইকেট পতনের পর বেরিয়ান্নেকে নিয়ে দিনের বাকি সময় পার করে দেন অধিনায়ক বাভুমা।
এজুটি যোগ করেন ৫৩ রান। দিন শেষে বাভুমা অপরাজিত ৫৩ রানে। আর বপরিয়ান্নে অপরাজিত ২৭ রানে। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন এবাদত, খালেদ এবং মিরাজ।