ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের ইন্তেকাল

| বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ডাকসুতে ১৯৬৬৬৭ সালে প্রথম এবং একমাত্র মহিলা ভিপি হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। তিনি দুই পুত্র ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজা খানমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেনবাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক প্রেস বিবৃতিতে বলেছেন, অধ্যাপক মাহফুজা খানম বাংলাদেশে শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

উল্লেখ্য, মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমৃত্যু ঢাবির সিনেট সদস্য ছিলেন। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অর্ধগলিত মরদেহ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির কেইস সেন্টারের সাথে সিআইইউর সমঝোতা চুক্তি