ডাকযোগেও চলছে ভূমি সেবা কার্যক্রম

সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

অন্যান্য মাধ্যমের পাশাপাশি কল সেন্টারের মাধ্যমে (১৬১২২) এবং ডাকযোগেও ভূমি সেবা কার্যক্রম চলমান রয়েছে। গতকাল রোববার দুপুরে ‘ভূমি সেবা সপ্তাহ-২২ উদযাপন উপলক্ষে’ আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন এ কথা বলেন।

বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এবারের ভূমি সেবা সপ্তাহের মূল ফোকাস এরিয়া ঠিক করা হয়েছে ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ।’ বিভাগীয় কমিশনার বলেন, ভূমি উন্নয়ন কর, রেজিস্টেশন, ই-নামজারি, ডাটা এন্ট্রি, ই-পর্চা ও অনলাইন ম্যাপ ডাকযোগে প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান নিশ্চিতকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ৫ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২২ আয়োজন করা হয়েছে।

যা গত ১৯ মে থেকে শুরু হয়েছে। চলবে ২৩ মে পর্যন্ত। জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্প স্থাপনের মাধ্যমে ঘরে বসে ভূমি সেবা প্রাপ্তির জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার কার্যক্রম এই সেবা সপ্তাহে চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানও বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিজিবির অভিযান : ১০ কোটি ৬১ লাখ টাকার মাদক জব্দ
পরবর্তী নিবন্ধ৯৩০ মিটারের কর্ণফুলীর প্রশস্ততা এখন ৪১০ মিটার