ডলারের রেট নিশ্চিতে কঠোর মনিটরিংয়ের প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চেম্বার সভাপতির বৈঠক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ আগস্ট, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ সভাপতি তরফদার মো. রুহুল আমিন।

চেম্বার সভাপতি এ সময় চলমান ডলার সংকট নিরসনে সকল প্রয়োজনীয় আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলার রেট ৯৪.৭৫ টাকা ব্যাংক যাতে দেয় তা নিশ্চিত করা, প্রয়োজনে কঠোর মনিটরিং চালু করা, নির্দেশনা অমান্য করলে এডি/ব্যাংকগুলোকে শাস্তি ও বড় অংকের জরিমানার আওতায় আনা, মানি এক্সচেঞ্জগুলোকে কঠোরভাবে মনিটরিং করা এবং ক্রেতাদের তথ্য সংগ্রহ ও যাচাই করা, বিধি বহির্ভূত ও দলিল প্রমাণ ছাড়া কারো কাছে ডলার পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা, ট্যুরিস্ট ভিসায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ডলার নেয়ার লিমিট কমিয়ে দেয়া এবং ডলার ক্রয়-বিক্রয়ের মূল্যের ব্যবধান ১-২ টাকার মধ্যে রাখতে প্রস্তাব রাখেন।

বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার চিটাগাং চেম্বারের প্রস্তাবনাসমূহ বিবেচনায় নিয়ে চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য্য ধারণের পাশাপাশি “Unrepatriated export proceed” আদায়ে চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। আগামী দুই মাসের মধ্যে ডলার বিনিময় হারের চলমান অস্থিতিশীলতা ভারসাম্যতায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংক গভর্নর সকল বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে শীঘ্রই চিটাগাং চেম্বারে ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে সাক্ষাতে মিলিত হবেন বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৯ মামলার আসামি ইন্না ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাছ ব্যবসায়ীর মৃত্যু