ডলারের মূল্য এখন ৯১ টাকা ৯৫ পয়সা

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

বাজারের উপর ডলারের দর নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়ার পর টাকা আরও সস্তা হয়েছে; সবশেষ প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা। এ নিয়ে ডলারের দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পর তিন দফায় ডলারের দাম বাড়ল। আর মে মাসে চার দফা কমেছিল টাকার মান। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার ব্যাংকগুলোর চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। এর অর্থ সবশেষ দফায় টাকা আরও সস্তা হয়েছে ৪৫ পয়সা।

এর আগে ডলারের দর বেঁধে দেওয়ার নিয়ম তুলে দেওয়ার দিন বৃহস্পতিবার দুই দফায় আগের দিনের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে ওই দিন দুবার টাকার মান কমে

যায়। বৃহস্পতিবার প্রথম দফায় ব্যাংকগুলোর কাছে ৮৯ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করা হয় সাড়ে ১৩ কোটি ডলার।

মুখপাত্র সিরাজুল জানান, ওইদিন দ্বিতীয় দফায় জরুরি চাহিদা মেটাতে আরও ৫০ লাখ ডলার বিক্রি করা হয় ৯১ টাকা ৫০ পয়সায়।

এতে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার দিনই টাকার মান কমে আড়াই টাকা। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে টাকা এতটা দর হারায়নি। এর আগে দর কমেছিল একদিনে সর্বোচ্চ ১টাকা ১০ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধটিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
পরবর্তী নিবন্ধএসিড বৃষ্টির শঙ্কাকে গুজব বললেন বিশেষজ্ঞরা