ডবলমুরিং থানা আওয়ামী লীগ সমন্বয় কমিটির মতবিনিময়

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

 

ডবলমুরিং থানা আওয়ামী লীগের সমন্বয় কমিটির উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে এক মতবিনিময় সভা ডবলমুরিং থানা আওয়ামী লীগের সমন্বয়ক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মাহাবুবুল হক, দোস্ত মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, মো. জাবেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধবকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩ লক্ষ ৮৫ হাজার টাকা