নগরীর ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকার ডেলমাস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার সীমানা প্রাচীর নির্মাণের সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল সকাল ১০ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
এ ঘটনায় পোশাক কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার নম্বর–৭। মামলার আসামীরা হলো–ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকার মুসা মেম্বারের বাড়ির সিরাজুল হকের ছেলে মো. রেজাউল করিম বাবলু, মিস্ত্রিপাড়া জাফর আহমদ লেইনের হাজী মো. ইউসুফের ছেলে ইকবাল হোসেন এবং মিস্ত্রিপাড়ার জাফর আহমদ লেইনের সিরাজের ছেলে আরাফাত।
জানতে চাইলে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজিজুল হক দৈনিক আজাদীকে বলেন, ডেলমাস গার্মেন্টেসের অনধিকারে প্রবেশ করে মালিকের ওপর হামলা, ভাঙচুর এবং হুমকির দায়ে ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ। আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।












