ডবলমুরিংয়ে পিতা পুত্রের মাদক ব্যবসা খদ্দেরসহ গ্রেপ্তার ৭

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ায় পিতা-পুত্রের মাদক আস্তানা থেকে ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আবদুল মান্নান প্রকাশ মদ মান্নান (৫৪), তার ছেলে মো. নোমান, খদ্দের আল আমিন (৩০), মো. তাহের (২১), শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৪) এবং মো. হানিফ (২৫)। তাদেরকে গতকাল সোমবার মহানগর হাকিম আদালত কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ডবলমুরিং মডেল থানার ওসি মো. মহসীন।
ওসি মো. মহসীন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবদুল মান্নার সিএমপির শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। পাশাপাশি তার ছেলে গ্রেপ্তার হওয়া নোমানও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মান্নান মূলত চোলাই মদ ও ছেলে নোমান গাঁজা বিক্রি করে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাবা-ছেলের মাদক আস্তানা ৫ খদ্দেরসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সোমবার সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর পর মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধশিগগির ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ
পরবর্তী নিবন্ধ৮ উপজেলায় লাখ টাকা জরিমানা