ডবলমুরিংয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং, হালিশহর ও আকবরশাহ এলাকা থেকে দেশীয় অস্ত্র, নগদ টাকা, বিভিন্ন ব্যান্ডের মোবাইলসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. হাসান মাহমুদ (৪০), মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো. সুমন (২৬), মো. রানা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তারা সকলে সংঘবদ্ধ চক্রের সদস্য উল্লেখ করে ওসি বলেন, চক্রের তিন সদস্যকে দেওয়ানহাট এলাকা থেকে, বাকী চারজনকে হালিশহর ও আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরা ঢাকা-চট্টগ্রাম ঘুরে ঘুরে ছিনতাই, ডাকাতি করে বেড়ায়।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃনগর ট্রেনে প্রতিদিনই বিলম্ব
পরবর্তী নিবন্ধপাহাড় ধস প্রতিরোধে ২৪৯ কোটি টাকার প্রকল্প