ভারতীয় বাংলা ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র প্রথম সিজন ছিল বেশ আলোচিত। এবার আসতে চলেছে এর দ্বিতীয় সিজন। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নীলকুঠির যৌনকর্মী হিসেবে সিরিজটিতে হাজির হবেন তিনি। এর এক ঝলক দেখা গেল ‘মন্টু পাইলট’র ট্রেলারে। গতকাল রোববার ট্রেলারটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।
যাতে রীতিমত নজর কেড়েছেন মিথিলা। কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সৌরভ দাসের উপর ভর করে ট্রেলারটি সাজিয়েছেন নির্মাতা। এতে দেখা যায়, মন্টু পাইলট মিথিলাকে জোর করে ধরে এনে নীলকুঠি বা যৌনপল্লিতে আটকে রাখেন। শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন অভিনেত্রী। এরপর তার মানিয়ে নেওয়া, কান্না-সবই উঠে এসেছে ২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সিরিজটি ২৯ এপ্রিল প্রকাশ পাবে। গত সিজনের মতো নতুন সিজনেও দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ ও অলিভিয়া সরকারকে, রয়েছেন সুব্রত দত্তও। ‘মন্টু পাইলট সিজন ২’এর পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবালয় ভট্টচার্য। প্রথম সিজন মুক্তির দীর্ঘ তিনবছর পর আসছে ‘মন্টু পাইলট- সিজন ২’।