বর্তমানে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলো ট্রেন। দেশের সবচেয়ে বড় রেলস্টেশন রাজধানীর কমলাপুর রেলস্টেশন। প্রতিদিন হাজার যাত্রী সমাগম হয় এই স্টেশনে। সম্প্রতি ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্রত্যক্ষ ভোগান্তির এক চিত্র হলো নির্দিষ্ট সময়ের পূর্বেই ট্রেনের বগিগুলোর দরজা বন্ধ করে দেয়া। যার ফলশ্রুতিতে টিকিট থাকা সত্ত্বেও যাত্রীরা ট্রেনে উঠতে পারছে না। গত ৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ঢাকা হতে কিশোরগঞ্জ অভিমুখে প্রস্থানকারী ‘এগারোসিন্ধু গোধূলি’ ট্রেনে উঠতে গিয়ে এই বিড়ম্বনার শিকার হয় অনেক যাত্রী।
যাতায়াতে এই যাত্রী ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বাঁধন বৈষ্ণব
শিক্ষার্থী,
ইংরেজি বিভাগ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।