ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেল পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ভাটিয়ারী রেলওয়ে স্টেশনে রেল পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেল পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী রেলওয়ে স্টেশন এবং রেল লাইনের আশেপাশে লোকজনদের ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং এ সকল কর্মকাণ্ডের কুফল সম্পর্কে অবহিত করেন। এছাড়া স্থানীয় স্কুল শিক্ষার্থীদের পাথর নিক্ষেপের কুফল এবং পাথর নিক্ষেপ একটি আইনগত অপরাধ সেই বিষয়ে মোটিভেশন করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানানো হয় এবং স্থানীয় মসজিদের খতিবদের জুমার নামাজে পাথর নিক্ষেপ বন্ধ করা বিষয়ে সবাইকে বলার জন্য অনুরোধ করা হয়। এছাড়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। রেলওয়ে আইনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি অপরাধ এবং পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এসময় সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার নারী কাউন্সিলরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের সভা