রাঙ্গুনিয়া পৌরসভার নারী কাউন্সিলরের ইন্তেকাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর জেসমিন আক্তার (৫০) গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বুধবার বাদে জোহর উত্তর নোয়াগাও আল্লামা রুমি জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। কাউন্সিলর জেসমিন আক্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, পৌরসভা মেয়র মো. শাহজাহান সিকদার, প্যানেল মেয়র জালাল উদ্দিনসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধকেআরসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিট পুলিশিং সভা