ট্রেনে টয়লেটের দরজা খুলতে দেরি, স্টাফদের মধ্যে সংঘর্ষ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

ট্রেনের টয়লেটের দরজা খুলতে দেরি হওয়ায় রেলওয়ে স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. ফারুক (৩০) নামে একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। সেখানে গার্ডব্রেকের
দায়িত্বে ছিলেন আরএনবি সিপাহী ফারুক। সেই ট্রেনের দায়িত্বে থাকা সহকারী লোকোমাস্টার হাসান শেখ গার্ডব্রেকের টয়লেটে যেতে চাইলে দরজা খুলতে দেরি করেন সিপাহী ফারুক। পরে ঢাকার বন্দর স্টেশনে ট্রেনটি থামার পর দু’পক্ষের মধ্যে মারামারি হয়।
ট্রেনের লোকোমাস্টার আব্দুল আলীম বলেন, ‘সুবর্ণ ট্রেনটি ননস্টপ। শুধু ঢাকার বন্দর স্টেশনে থামে। এখানে কোনো স্টেশনে টয়লেটে যাওয়ার সুযোগ নেই। কিন্তু গার্ডব্রেকে থাকা টয়লেটে যেতে চেয়েছিলেন হাসান। আরএনবি সদস্য তাকে বাধা দেয়। এসময় মারামারি হয়। আমরা হামলা করেছি এ কথা সত্য নয়। চট্টগ্রাম রেলস্টেশন শাখার আরএনবির চিফ ইন্সপেক্টর (অস্ত্র শাখা) রেজুয়ানুর রহমান বলেন, বাহিনীর এক সদস্যের ওপর হামলার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আমি যতটুকু জেনেছি টয়লেটের দরজা খুলতে দেরি হওয়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধ৩০০ টাকাতেই ডেঙ্গু টেস্ট হচ্ছে