ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা, ৭ ব্যবসায়ীকে জরিমানা

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গত রোববার মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃতে নগরীর ষোলশহর ফিনলে কমপ্লেক্সে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করার দায়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, একটি নিয়মিত মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পুষ্টি সপ্তাহে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু