ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কৌতুক করলেন বাইডেন

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে কৌতুক করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ওয়াশিংটনের ঐতিহ্যবাহী গ্রিডিরন ক্লাব ডিনারে বাইডেন ট্রাম্পকে নিয়ে বলেন, ‘একজন প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বুড়ো এবং মানসিকভাবে অক্ষম। বাকি প্রার্থী হলাম আমি।’ ডিনারে অংশ নেওয়া সাড়ে ছয়শ অতিথির সামনে এভাবেই নিজের পুরানো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নতুন করে কৌতুকে মাতেন বাইডেন। সেখানে অতিথিদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজস এবং টিকটকের সিইও শাও জি চিউ উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।

বাইডেনের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ট্রাম্প শিবিরে যোগাযোগ করা হয়েছিল। তারা এখনই মন্তব্য করতে রাজি হয়নি। তবে অতীতে ট্রাম্পও বাইডেনের মানসিক সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

৮১ বছর বয়সী বাইডেন এবং ৭৭ বছর বয়সী ট্রাম্পের নিজ নিজ দল থেকে প্রার্থিতা বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
পরবর্তী নিবন্ধআমি হারলে রক্তবন্যা বইবে, ভেঙে যাবে আমেরিকার গণতন্ত্র!