ট্রাফিক পুলিশের অনিয়ন্ত্রিত লেজার লাইট ব্যবহারে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালক থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ। লেজার লাইটের প্রভাবে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হয়। এছাড়াও রাস্তা পারাপারে বিঘ্ন ঘটে। অনেকসময় অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যেতে পারে।
সরাসরি কোনো ব্যক্তির চোখে লেজার লাইটের আলো পড়লে দীর্ঘমেয়াদী ক্ষতির পাশাপাশি চোখ অন্ধ হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, লেজার লাইট যদি কখনো খুব তীব্র মাত্রায় এবং দীর্ঘক্ষণ ধরে চোখে বা শরীরের অন্য যেকোনো অঙ্গে পতিত হয়, সেক্ষেত্রে চোখের মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে রেটিনাতে এবং এটি অনেকসময় অন্ধত্বের কারণও হতে পারে। সর্বোপরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সড়কে অনিয়ন্ত্রিত লেজার লাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করতে হবে। প্রত্যাশা, অচিরেই সড়কে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ সময়ের দাবি।
এস.এম রাহমান জিকু
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ