ট্রাফিক উত্তর বিভাগের সচেতনতা বিষয়ক সভা

আজাদী অনলাইন | শনিবার , ২৮ মে, ২০২২ at ৯:১৯ অপরাহ্ণ

ট্রাফিকের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা ১২ টার দিকে জিইসি মোড়ের জামান হোটেলের তৃতীয় তলায় ট্রাফিক উত্তর বিভাগ এ সভার আয়োজন করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও পাঁচলাইশ জোনের ট্রাফিক পরিদর্শক মো. মঞ্জুর হোসেনের সঞ্চালনায় সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ট্রাফিক( উত্তর) প্রশাসন জহুরুল ইসলাম সরকার পাঁচলাইশ এলাকার সার্জেন্ট ও কনস্টেবল, মালিক-চালক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ট্রাফিকের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবার অজান্তে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অনুমোদনহীন দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ