ট্রাক চাপায় শেষ কলেজছাত্রীর স্বপ্ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

প্রবাসী দুই ভাইয়ের আদরের বোন খাদিজা আকতার ঊর্মি (১৮)। পড়তেন নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগে। স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু গতকাল রোববার দুপুরে সদরঘাট থানাধীন কর্ণফুলীর নদীর তীরের নেভাল-২ নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হারিয়ে গেল সেই স্বপ্ন।
নিহত ঊর্মি কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত হারুনুর রশিদ ও হনুফা বেগমের মেয়ে। দু্‌ই ভাই, এক বোনের মধ্যে ঊর্মি সবার ছোট। দুই ভাই শাহরিয়ার অপু ও সাব্বির হোসেন দুবাই প্রবাসী। মা ও ভাইয়ের সাথে ঊর্মি পূর্ব মাদারবাড়ির নিজেদের ফ্ল্যাটে থাকতেন।
ছোট বোনের মৃত্যু সংবাদ শুনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে ছুটে যান বড় ভাই সাব্বির হোসেন। একমাত্র বোনকে হারিয়ে শোকে কাতর তিনি। মেয়ের মৃত্যুতে হনুফা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। কাঁদতে কাঁদতে বলছেন, তোমরা আমার বুকের ধনকে এনে দাও। তাকে ঘিরে কাঁদছিলেন স্বজনরা।
সাব্বির হোসেন আজাদীকে বলেন, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। আমার বোন পড়াশোনায় মেধাবী ছিল। সে সবসময় আমাদের বলত, উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে। আমরাও তাকে বলতাম, তুই যতটুকু পড়তে চাস পড়াব। বাবা মারা যাওয়ার পর থেকে আমরা দুই ভাই ওর বাবার দায়িত্ব পালন করে যাচ্ছি। কত ইচ্ছা ছিল বোনকে উচ্চ শিক্ষিত করে একটা ভালো ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দেব! কিন্তু আল্লাহ আমার বোনটাকেই এভাবে তুলে নিয়ে গেল। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নিহত ঊর্মির সহপাঠী ঘটনার প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন আজাদী বলেন, কলেজে কাজ শেষে আমরা ৭-৮ জন বন্ধু মিলে অভয়মিত্র ঘাট নেভাল-২ এর দিকে ঘুরতে গিয়েছিলাম। অনেক দিন পর দেখা হওয়ায় খাওয়া দাওয়া ও খোশগল্পে মেতে ছিলাম। আড্ডার এক পর্যায়ে ঊর্মি আমাদেরকে বলে, সে বাসায় চলে যাবে। আমরা তাকে বিদায় দিয়ে সামনের দিকে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ও পড়ে গেছে। সাথে সাথে ট্রাকটি টার্ন করে সামনে এগোতে ও ট্রাকের চাপায় পড়ে যায়। পর আমরা ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দিই। এর মধ্যে আমরা তিনজন মিলে তাকে প্রথম সদরঘাট মোড়ের মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা চমেক হাসপাতালে নিতে পরামর্শ দিলে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজাদীকে বলেন, বন্ধুর সাথে ঘুরে ফেরার পথে রড বোঝাই একটি ট্রাকের ধাক্কায় খাদিজা আকতার ঊর্মি নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারা লরির কারণে ওরা হলো লাশ
পরবর্তী নিবন্ধসড়কে মুছে গেল জীবনের রং