ট্রাকে বালুর নিচে মদের বস্তা

১৫০০ লিটার মদসহ যুবক আটক

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

বালু ভর্তি ট্রাকে করে পাহাড়ি চোলাইমদ পাচারের সময় মো. মইন উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় বালির নিচে পাচারের জন্য লুকিয়ে রাখা দেড় হাজার লিটার মদসহ ট্রাকটি জব্দ করা হয়। গতকাল রোববার ভোরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে মইন উদ্দিন নামে ওই ট্রাকচালককে আটক করা হয়। সে স্থানীয় আইলিখীল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির প্রয়াত মাহাবুবুল আলমের ছেলে।
রাউজান থানা পুলিশের উপপরিদর্শক অজয় দেব শীল বলেন, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশী করা হয়। এ সময় বালুর নিচে মদের বস্তাগুলো পাওয়া যায়। ট্রাকচালক মইন উদ্দিন মাদক কারবারির সাথে চুক্তিতে এই কৌশলে মাদক পাচার করছিল। তাকে মাদক মামলায় আদালতে চালান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে নিলাম অযোগ্য ৭শ টন রাসায়নিক
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর চরপাথরঘাটা নবীন-প্রবীণের ভোট যুদ্ধ