সাতকানিয়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী এক বন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মোবারক হোসেন (৪৮)। তিনি পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা। গতকাল রবিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ নয়াখালের মুখ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তমা গ্রুপের কক্সবাজারমুখী বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা কুমিল্লার বরুড়া মহেশপুরের ভদ্রাপাড় এলাকার মোবারক হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরাফাত জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।