গত ১৩ মার্চ সকাল ১১টা থেকে বান্দরবান জেলার সাতটি উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহনে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন বিষয়ে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সম্পন্ন হয় । গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও কুইজ বিষয়ে ১০ জন করে প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয় । আগামী ১৯ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রতিযোগিতা শেষে বক্তব্যে বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সংস্কৃতির বিভিন্ন শাখার মেধাবীদের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে উপস্থাপন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যা তাদের আগামীর পথচলাকে উৎসাহ ও প্রেরণা যোগাবে । তিনি অংশগ্রহনকারী সকল প্রতিযোগী ও অভিভাবকদের ধন্যবাদ জানান ।
এতে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ফজলুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী । সবশেষে জিপিএইচ ইস্পাতের সহযোগিতায় ও শিল্পী শাহরিয়ার খালেদের সম্পাদনায় সমপ্রতি প্রকাশিত ‘দেশের গান ও জাগরণের গান’ বইটি অংশগ্রহনকারী শিল্পীদের উপহার হিসাবে প্রদান করা হয় ।