টোকাইয়ের পাথরে রক্তাক্ত চবি শিক্ষার্থী

চবি প্রতিনিধি | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

চলন্ত শাটল ট্রেনে বাইরে থেকে টোকাইয়ের ছোড়া পাথরের আঘাতে কৌশিক পাল নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে শহরগামী ট্রেন দুই নম্বর গেট রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় সময় এ ঘটনা ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন আহত শিক্ষার্থী। কৌশিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
আহত শিক্ষার্থীর সহপাঠী জোবায়ের খান বলেন, সাড়ে ৫টার ট্রেনে কৌশিকসহ
কয়েকজন শহরে ফিরছিলাম। ট্রেনটি দুই নম্বর গেট পেরিয়ে একটু সামনে যেতেই রেললাইনের পাশ থেকে একদল টোকাইয়ের ছোড়া ঢিল কৌশিকের মাথায় লাগে। প্রচুর রক্তক্ষরণে অজ্ঞান হয়ে পড়ে সে। পরে আমরা তাকে চমেক নিয়ে যাই। এখন মোটামুটি সুস্থ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, প্রায় সময়ে এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের অনুরোধে রেলওয়ে কর্তৃপক্ষ সম্প্রতি সচেতনতায় লিফলেট বিতরণ করেছে। আমরা আবারও বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধদুদিনে ৫০ ভাগের বেশি শিক্ষার্থীর আবেদন
পরবর্তী নিবন্ধবিশৃঙ্খল কাপ্তাই সড়কে নিত্য দুর্ঘটনা, চরম দুর্ভোগ