টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি তামিম,লিটন ও তাইজুলের

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন জনের। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্ট ও ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষে বুধবার র‌্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে না পারা তামিম ঢাকা টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৪৪ ও ৫০ রানের ইনিংস। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ ওপেনার আছেন ৩২তম স্থানে। লিটন ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখেছেন। চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও করেছেন ফিফটি। প্রথম ইনিংসে ৭১ রান করা কিপার-ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে অবশ্য ভালো করতে পারেননি, করেন ২২ রান। তবে র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন তিনি। ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৫৪ নম্বরে। রেটিং ও অবস্থান দুটোই তার ক্যারিয়ার সেরা। মুশফিকুর রহিম এক ধাপ নিচে নেমে ২৩তম স্থানে। মোমিনুল হকেরও অবনতি হয়েছে, ৩৩ থেকে এখন ৩৬ নম্বরে বাংলাদেশ অধিনায়ক। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঢাকায় দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ৮ উইকেট নেন তাইজুল। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে তিনি এখন ২২ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে এনক্রুমা বনার, কাইল মেয়ার্স ও জশুয়া ডি সিলভার। বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া দলটির স্পিনার রাকিম কর্নওয়াল বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৬ ধাপ। জোমেল ওয়ারিক্যান ৩ ধাপ উপরে উঠেছেন। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দুইয়ে যথারীতি আছেন কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। আগের মতোই পাঁচে বিরাট কোহলি। বোলিংয়ে শীর্ষে আছেন আগের মতোই প্যাট কামিন্স। তৃতীয় স্থান ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন। ব্যাট-বল হাতে নিজেকে মেলে ধরতে না পারা স্টোকস হারিয়েছেন অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান। দুই ধাপ নিচে নেমে তিনি এখন তিনে। এক ধাপ করে এগিয়ে চূড়ায় জেসন হোল্ডার ও দুইয়ে রবীন্দ্র জাদেজা। চার নম্বরে আগের মতোই সাকিব আল হাসান। সেঞ্চুরিসহ ম্যাচে ৮ উইকেট নেওয়া অশ্বিন ঢুকেছেন সেরা পাঁচে।

পূর্ববর্তী নিবন্ধকাল বিভাগীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রম
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়ে ২১ জনের মৃত্যু