টেস্ট না করেই ভুয়া রিপোর্ট, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানা এলাকায় ভুয়া রিপোর্ট প্রদানসহ নানা অপরাধে ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, খুলশী এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিকস নামের প্রতিষ্ঠানটি টেস্ট না করেই ভুয়া রিপোর্ট প্রদান করছিল। এছাড়া তারা মোড়কের ওপর মূল্য তালিকা প্রদর্শন না করে বিক্রি করছিল। এ দুই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ, অননুমোদিত বিদেশি ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ করায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী দিদার হোসেন ও আনিছুর রহমান। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে আবেদন শুরু
পরবর্তী নিবন্ধদুই দেশের বন্ধুত্ব আগামীতেও অটুট থাকবে