টেস্ট ওপেনার সাদমান করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ওয়ানডে দল যখন নিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে তখন দেশের মাটিতে জাতীয় লিগ খেলে শ্রীলংকা সফরের জন্য প্রস্তুতি নিতে ব্যস্ত হওয়ার কথা ছিল টেস্ট দলের ওপেনার সাদমান ইসলামের। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমান ইসলাম। পজিটিভ রিপোর্ট পাওয়ার পরই আইসোলেশনে রাখা হয়েছে তাকে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক চৌধুরী মনজুর হোসেন। তিনি জানান, গত রোববারের করোনা পরীক্ষায় পজেটিভ ফল আসে সাদমানের। গতকাল সোমবার আবারও দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এই ওপেনার। দ্বিতীয় নমুনার ফল হাতে পাওয়ার কথা গত রাতেই। এরই মধ্যে গতকাল থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড। পজেটিভ ফল আসা সাদমান স্বাভাবিকভাবেই খেলতে পারছেন না এই রাউন্ডে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২৭ মার্চ শুরু