টেকসই মানবসম্পদ তৈরি করলে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পাবে জাতি

মোরাল বুস্ট আপ ট্রেনিং অনুষ্ঠানে আইআইইউসি ভিসি

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম দেশ গঠনে ছাত্রদের কর্তব্যজ্ঞান লাভ এবং আত্মউন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্‌বান জানিয়ে বলেন, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে টেকসই মানবসম্পদ তৈরি করতে পারলে চতুর্থ শিল্প বিপ্লবের অধিকতর সুফল পাবে জাতি। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে কৌতূহল সৃষ্টি করতে পারলে এবং এতদ্বিষয়ে সঠিক ইতিহাস শিক্ষা দিতে পারলে দেশপ্রেমিক তরুণ প্রজন্ম তৈরি হবে। গত শুক্রবার হোটেল আগ্রাবাদ মিলনায়তনে আইআইইউসির এইচআর ক্লাব ও বিএসএইচআরএমের যৌথ আয়োজনে ‘টুওয়ার্ডস এচিভিং দি এক্সিলেন্স ইন পার্সোনাল গ্রুমিং’ শীর্ষক মোরাল বুস্ট আপ ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক রবি আজিয়াটা লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল ইমতিয়াজ খান বলেন, ডাইভারসিটি ইনক্লুশ্যন ও ডিজিটাল স্কিল আপগ্রেডেশনের মাধ্যমেই চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়ানো কর্পোরেট বিশ্বের জন্য শিক্ষার্থীদের ও প্রফেশনালদের পার্সোনাল গ্রুমিং করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিটিআই’র নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, শুধু নিজের জন্য নয় অন্যকেও সাথে করে এগিয়ে নিয়ে যাবার মানসিকতা তৈরি করতে হবে। সাংগঠনিক ও ব্যক্তিগত মূল্যবোধের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে নতুন জনশক্তিকে। তিনি বলেন, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে অসম্ভবকে সম্ভব করা যায়। বিএসএইচআরএম প্রেসিডেন্ট রোটারিয়ান মাশেকুর রহমান খান ভার্চুয়াল বক্তব্যে প্রোগ্রামের সাফল্য কামনা করেন। বিএসএইচআরএম চট্টগ্রামের চেয়ারম্যান গোলাম নেওয়াজ বাবুল শ্রম আইনে মিডলেভেল এঙিকিউটিভদের চাকরি নিরাপত্তা বিষয়ে শ্রম আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। হাইডেলবার্গ সিমেন্টের ডিরেক্টর এইচআর মুহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে সাকসেস, ক্যারিয়ার, স্বাস্থ্য ও সম্পর্ক এই চারটি মিলিয়ে হ্যাপিনেসই জীবনের লক্ষ্য হওয়া উচিত বলে উল্লেখ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএসএইচআরএম চট্টগ্রামের মেম্বার সেক্রেটারি নোমান বিন জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইইউসির এইচআর ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ মোহাম্মদ আহসানুল মামুন। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন, অধ্যাপক ড. মহিউদ্দিন, অধ্যাপক জাহিদ হোসেন ভূঁইয়া। উপস্থিত ছিলেন আইআইইউসির প্রক্টর ড. নেজামুল হক, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আব্দুল্লাহিল মামুন প্রমুখ। শেষে অতিথিদের ক্রেস্ট ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাতে লাঠি মুখে বাঁশি, পাহারায় হাজারো স্বেচ্ছাসেবী
পরবর্তী নিবন্ধআবরার হত্যা মামলার রায় আজ