টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

টেকনাফে পৃথক দুই অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আরও দুই জন পালিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি জানান, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট এলাকা ও সাবরাংয়ের পানছড়ি পাড়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার জেলার উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, টেকনাফ উপজেলার সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিমকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা
পরবর্তী নিবন্ধতপতী সেন গুপ্তার নাগরিক শোকসভা আজ