টেকনাফে ২৮ হাজার ইয়াবা জব্দ ৬ রোহিঙ্গা পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১০:১৪ পূর্বাহ্ণ

টেকনাফে একটি ট্রলারে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ৬ জন পাচারকারীকেও আটক করা হয়। তাদের প্রত্যেকে রোহিঙ্গা ও ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতরা হলেন মো. আব্দুল্লাহ (২৭), মো. ইব্রাহিম (৩০), মো. আলম (১৬), মো. ইয়াছির (৩২), নুর মোহাম্মদ (২৭) ও ট্রলার মাঝি করিম উল্লাহ (৩৪)।
গতকাল বুধবার সকাল ৮টার দিকে টেকনাফ পৌর কায়ুখখালী পাড়া নৌ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ট্রলার মাঝি করিম উল্লাহ বলেন, সেন্টমার্টিনের কাছে মিয়ানমারের একটি ট্রলার থেকে চার প্যাকেট ইয়াবা নিয়ে আসা হয়। তবে কোস্ট গার্ডের অভিযান চলাকালীন তাদের এক সহযোগী কৌশলে সটকে পড়েন।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মিরাজুল হাসান বলেন, আটককৃতদের জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য আরো ১৫৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রদান যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধনিখোঁজের ২৩ ঘণ্টা পর নদীতে মিলল শিশু আবিরের লাশ