টেকনাফে ১১ কোটি ৬০ লাখ টাকার আইস ও ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদীর তীরে সন্দেহভাজন কয়েকজন পাচারকারী কাঠের নৌকায় একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির অধিনায়ক আরও বলেন, জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা। এসব মাদক বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু