টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গত শনিবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। গতকাল রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, শনিবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল মৌচনী লবণ মাঠ ও বেড়িবাঁধে কৌশলে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর লবণ মাঠ এলাকা দিয়ে দুইজন লোক দুইটি বস্তা কাঁধে নিয়ে মৌচনী গ্রামের দিকে আসতে দেখে যায়। এসময় তাদের দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্য। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা গুলো ফেলে দিয়ে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে মৌচনী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। পরে প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা। তিনি আরো বলেন, ইয়াবা পাচারকারীদের শনাক্ত করার জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএতিম শিশুদের পাশে ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডসশীপ সংগঠন
পরবর্তী নিবন্ধগার্লফ্রেন্ডদের একাউন্টে পিকে হালদারের টাকা