টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মো. তৈয়ব (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার দুদু মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় আবুল আলম বাহিনী ও গিয়াস উদ্দিন বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। তৈয়ব আবুল আলম বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এর জের ধরে তাকে গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। টেকনাফ মডেল থানার ওসির দায়িত্বে নিয়োজিত পরিদর্শক (তদন্ত) এমএস দৌহা বলেন, এ ঘটনায় এখনো কেউ এজাহার দায়ের করেনি।