টেকনাফে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল একজনের

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তির বিরুদ্ধে তারই সহোদর মোহাম্মদ হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ পশ্চিমউত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইউনুস (৫৮) ও মোহাম্মদ হোসেন (৫২) ওই এলাকার মকবুল আহমেদের ছেলে। ঘটনার পর ইউনুস, তার দুই ছেলে ও এক ভাতিজা পলাতক আছে। খবর বিডিনিউজের।

নিহত হোসেনের মেয়ে পারভিন আক্তার দাবি করেছেন, তার বাবা ও ভাই দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নেয় তার চাচা মোহাম্মদ ইউনুস। এরপর ইউনুস, তার দুই ছেলে ও ভাতিজা দোকানদার ইউনুসসহ আরও কয়েকজন দা দিয়ে হোসেন ও তার ছেলেকে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।

সাবরাং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে জমি নিয়ে তর্কের একপর্যায়ে মোহাম্মদ ইউনুস ও তার ছেলেরা মোহাম্মদ হোসেন ও তার ছেলে দেলোয়ারকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন

টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধপদযাত্রা নয়, বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে : কাদের
পরবর্তী নিবন্ধসমাজসেবায় জীবন উৎসর্গ করেছেন লায়ন এম শামসুল হক