টেকনাফে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

গহীন পাহাড়ে গোপন আস্তানায় অভিযান

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে ‘গোপন আস্তানা’ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গত বুধবার রাতভর উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছেন উখিয়া৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন। খবর বিডিনিউজের।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছেএকটি জি৩ রাইফেল, জি৩ রাইফেলের অংশ বিশেষ ও একটি ম্যাগাজিন, চারটি ওয়ান শুটার গান, একটি এলজি শুটার গান, একটি এমএ(ভ্যারিয়েন্ট এমকে), একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), দুটি সিলিং, তিনটি আরজেস হ্যান্ড গ্রেনেড (লিভারসহ), একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১০টি হাতবোমা তৈরির উপকরণ, আটটি চাপাতি, পাঁচটি ছুরি, একটি কাঁচি এবং ৩০২টি গুলি। এ ছাড়া বিভিন্ন অস্ত্রে ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয় ৫৪টি।

রাত ৮টার দিকে লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন খবরে জানা যায়, পাহাড়ে একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। তাৎক্ষণিক বিজিবির একটি চৌকস দল তিন স্তরের কৌশলগত অবস্থান গ্রহণ করে। এর মধ্যে একটি দল সীমান্ত এলাকায়, একটি দল রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এবং অপর দলটি উপকূলীয় বাহারছড়া এলাকায় অবস্থান নেয়।

তিনি বলেন, রাত ১১টার দিকে পাহাড়ে ডাকাত দলটির অবস্থান শনাক্ত করা হয়। বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে ডাকাত দলটি টের পেয়ে গুলি বর্ষণ করে এবং আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ঘাঁটি ত্যাগ করে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবির টহল দল ওই অস্থায়ী ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে বলে জানান বিজিবি কর্মকর্তা জসীম উদ্দিন।

বিজিবি জানায়, সশস্ত্র ডাকাত দলটি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে এক আসনে লড়বেন ৬৫ জন
পরবর্তী নিবন্ধ৫ বছরেও জীবিত না ফিরলে গুম ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল