টেকনাফে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

টেকনাফে ২১৬ ক্যান বিয়ার ও ৩২ বোতল হুইস্কি মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া বাস টার্মিনালের পাশের (নুর ইসলামের মেয়ে) জালাল হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৮) ও মায়ানমার সিটওয়ে (আকিয়াব) জেলার মংডু প্রাংফ্রু গ্রামের আব্দুর রজকের ছেলে নুর করিম (২০)।

গতকাল শুক্রবার ভোর ৫ টার সময় টেকনাফ বাস টার্মিনালের পাশে ধৃত আসামি দিলারা বেগমের বসতঘরের ভিতর সামনের কক্ষে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ধৃত আসামিদের দখল হতে ৩২ বোতল হুইস্কি মদ ও ২১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

বিদেশি মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি মো. আব্দুল হালিম।

পূর্ববর্তী নিবন্ধডেইরি খামারকে গড়ে তুলতে হবে পরিবেশবান্ধব করে
পরবর্তী নিবন্ধএনায়েতবাজার মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উদ্বোধন