টেকনাফে বস্তাভর্তি ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

টেকনাফের উপকূলীয় ইউনিয়ন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ইয়াবার একটি বৃহৎ চালান উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার রাতে ইয়াবার চালানটি উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের (মিডিয়া) কর্মকর্তা লে: খন্দকার মুনিফ তকি জানান, টেকনাফ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মিয়ানমার জলসীমা ক্রস করে আসা একটি ফিশিং ট্রলারে গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি থামানোর জন্য সংকেত দেয়। তবে ট্রলারে থাকা মাদক পাচারে জড়িত অপরাধীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে কৌশলে মিয়ানমারের দিকে পালিয়ে যেতে চাইলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে। এ সময় মাদক পাচারকারীদল ৪টি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরবর্তীতে সাগর থেকে বস্তাগুলো উদ্ধার করে থেকে ৭ লক্ষ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানবতার কল্যাণে চাই শক্তিশালী অংশীদারিত্ব
পরবর্তী নিবন্ধচুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা আজ ৮,৫০০ পরীক্ষার্থী