টেকনাফে পাচারের উদ্দেশ্যে আনা ৬ রোহিঙ্গা উদ্ধার

পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১০ মে, ২০২১ at ১০:৪৬ অপরাহ্ণ

বিদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা নারী ও শিশুসহ ৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আজ সোমবার (১০ মে) বিকাল ৩টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৪ জন রোহিঙ্গা নারী ও ২ জন শিশুকে টেকনাফ থানাধীন কচ্ছপিয়া (বড় ডেইল, জাহাজপুরা) এলাকার মানবপাচার চক্রের মূল হোতা শফিউল্ল্যার বসতবাড়ি হতে উদ্ধার করে।
এ সময় মানবপাচার চক্রের সদস্য মো. নুরুল আমিনকে (৩০) আটক করা হয়।
তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার (বড় ডেইল, জাহাজপুরা) আলী চাঁদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রাউজানে যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১৭নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া ছাত্রলীগের ইফতার বিতরণ