টেকনাফে নিষেধাজ্ঞা না মেনে সাগরে মাছ ধরার দায়ে দুজন জেলেকে ১ মাসের কারাদন্ড প্রদানের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন টেকনাফ মুন্ডার ডেইল এলাকার নজির আহমদের ছেলে আমির হোছন (৪০) পিতা এবং লম্বরী এলাকার নাজির হোছনের ছেলে কামাল হোছন (৩৩)।
গতকাল বুধবার টেকনাফের মুন্ডার ডেইল ও দক্ষিণ লম্বরী ঘাটে এ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্র্যাট এরফানুল হক চৌধুরী।
তিনি জানান, সরকারি নির্দেশ অমান্য করে নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ ধরার দায়ে ২ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।