কক্সবাজারের টেকনাফে অপহৃত স্কুল শিক্ষার্থী আব্দুল আমিন ছয়দিন পর গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ।
তিনি জানান, অপহরণকারী চক্র অপহৃত স্কুল শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। অপহৃত পরিবার নানা আকুতি মিনতি করে ৬০ হাজার টাকা পণ দিলে অপহরণকারী চক্র তাকে ছেড়ে দেয়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে অপহরণের শিকার হয় টেকনাফের মাথাভাঙ্গা গ্রামের মোক্তার আহমদের ছেলে এবং মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এই ছাত্র। পাহাড়ে বাবা–মা, ভাই–বোনের সঙ্গে পান বরজে কাজ করার সময় আব্দুল আমিনকে অপহরণ করে অস্ত্রধারীরা। এরপর কোনো প্রকার যোগাযোগ না করলেও শনিবার রাতে মায়ের ফোনে মুক্তিপণ দাবি করে চক্রটি। রবিবার বরোজের পান বিক্রি এবং ধার নিয়ে ৬০ হাজার টাকা পাঠানোর পর ছাড়া পায় এ শিক্ষার্থী। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।
গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল বলেন, পাহাড়ি এলাকাজুড়ে পুলিশি তৎপরতায় স্কুল ছাত্রকে ছেড়ে দিয়েছে অপহরণকারী চক্র।