টেকনাফে গুলিবিদ্ধ দুই র‌্যাব সদস্যকে বিদেশ পাঠানো হচ্ছে

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৫ পূর্বাহ্ণ

টেকনাফে গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে। গত বছরের ৩০ ডিসেম্বর মাদক বিরোধী অভিযানে অজ্ঞাত মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মো. শেখ সাদী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই সদস্য হলেন কর্পোরাল মো. সাহাবউদ্দিন এবং সৈনিক মো. ইমরান হোসেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় র‌্যাবের হেডকোয়ার্টার তাদের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
পরবর্তী নিবন্ধগ্রাম থেকে আসা ব্যবসায়ীরাই তাদের টার্গেট