টেকনাফে ৩২ হাজার সাড়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল মিয়া (১৯) নামের এক দোকানদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টার সময় হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার স’ মিলের পাশের একটি পানের দোকান থেকে এসব ইয়ারা জব্দ করা হয়।
আটক রাসেল স্থানীয় জহুর আলমের ছেলে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক মুহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদ পেয়ে হ্নীলা বিওপির বিজিবি সদস্যরা সকালে পশ্চিম সিকদার পাড়ার স’ মিলের পাশের পানের দোকানে অভিযান পরিচালনা করে। এতে এক পর্যায়ে ফ্রিজের পেছনে একটি বড় প্যাকেট দেখতে পান তারা৷ পরে ঐ প্যাকেট খুলে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক মূল্য ৯৭ লাখ পাঁচ হাজার টাকা।
এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।