টেকনাফে এবার এক জালে ৯০ লাল কোরাল, ৩ লাখে বিক্রি

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

এবার টেকনাফের জাহাজপুরা উপকূলে এক জালে ধরা পড়ছে ৯০টি ‘রাংগা চৈ’ নামের সামুদ্রিক লাল কোরাল। স্থানীয় হেলাল উদ্দিনের জালে এসব মাছ ধরা পড়ে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাটে তোলা হয়। সেখানেই তিন লাখ টাকা মূল্যের মাছগুলো কিনে নেন মাছ ব্যবসায়ীরা।

স্থানীয় যুবক ইরফান আজাদ সাগর জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল-নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে রওয়ানা দেন আবদুল করিম মাঝি। ঘন্টা সময় ধরে সাগরে ফেলা জাল এক পর্যায়ে ভারী হয়ে উঠে। তখন মাঝি জাল টেনে নৌকায় উঠিনোর সময় দেখা মেলে সামুদ্রিক লাল কোরাল রাঙ্গা চৈ। পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। গুনে অন্যান্য মাছের সাথে ৯০টি রাঙা চৈ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বইতে থাকে।

স্থানীয় মাছ ব্যবসারী জাহাজপুরা ঘাটেই তিন লাখ টাকায় রাঙা চৈ নামের সামুদ্রিক কোরাল মাছগুলো কিনে নেন বলে জানান ওই যুবক। উল্লেখ্য এক সপ্তাহ আগে সেন্টমার্টিন এক জালে ধরা পড়ছিল ১০৪ টি লাল কোরাল। যা ছয় লাখ টাকায় বিক্রি হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীর হালিশহরে গোডাউন বাজারের বিপণিকেন্দ্রে আগুন
পরবর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি সিনহার ১১ বছর কারাদণ্ড