টেকনাফে টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ রাশেদা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রাশেদা সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মো. জয়নালের স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। আটক নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।












